




সৌদি আজ ১৩/০১/২০২১ তারিখে আলহামদুলিল্লাহ আগের দিনের চেয়ে আ’ক্রান্তের হার বেড়েছে। আজ নতুন করে ক’রোনায় আ’ক্রান্ত হয়েছে আরো ১৭৫ জন।সেই সঙ্গে আজ ক’রোনা আ’ক্রান্ত থেকে সুস্থ হয়েছে আরো ১৫৬ জন।





এবং করো’না ভাইরাসে আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুবরণ করেছে আরো ০৪ জন।বর্ত’মানে সর্বমোট মৃ’ত্যুবরন করেন ৬,৩০৪ জন। এই পর্যন্ত সর্ব মোট আক্রা’ন্ত ৩,৬৪,২৭১ জন। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ৩,৫৬,০১৩ জন।





আরো পড়ুন এখানে >>>সাড়ে তিন বছর পর সৌদি আরবে কাতারের বিমান
দীর্ঘ সাড়ে তিন বছর পর সৌদি আরবের বিমানবন্দরে নেমেছে কাতারের বিমান।এর মাধ্যমে দুই দেশের সংকটের অবসান হলো। পুনরায় সম্পর্ক স্থাপনের চুক্তির পর একে অপরের জন্য সীমান্ত খুলে দেয়।





গ্রিনউইচ সময় অনুযায়ী সোমবার ১১টায় কাতারের রাজধানী দোহা থেকে কাতার এয়ারও’য়েজের একটি বিমান উড্ডয়ন করে। বারোটায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংস্থাটি জানিয়েছে, এর মাধ্যমে রিয়াদে তাদের নিয়মিত ফ্লাইট চালু হলো।দোহা থেকে বিমানটি উড্ডয়নের সময় বিমানকর্মীদের ছবি ও ভিডিও তোলার হিড়িক পড়েছিল বলে জানিয়েছেন এএফপির সংবাদদাতা।